ডোমারে বাল্য বিয়ে হাত থেকে রক্ষা পেলোনা জেএসসি পরীক্ষার্থী।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

আবারো বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো স্বপ্নার। ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর তালতলী গ্রামের মোমিনুর ইসলাম মনুর কন্যা দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রুবী আক্তার (১৩)’র ছোট বেলা থেকে হাজারো স্বপ্ন হৃদয়ে লালন করতো। লেখা পড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে। সেবা করবে দেশ ও জাতীর কল্যানে উৎস্বর্গ করবে নিজেকে। কিন্তু কিশোরীর বয়স না পেরোতেই বিয়ের দিন তারিখ ঠিকঠাক, বর কনে বেশে বসবে বিয়ের পিরিতে রেজিষ্ট্রি হবে সোমবার রাতে। জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি গ্রামের মনছুর আলীর পুত্র লিয়াকত আলীর সাথে বিয়ের কথা ছিল। কিন্তু বাঁধসাধে নিয়তি। ঠিক সেই সময় বেকে বসলেন এলাকাবাসী। সংবাদ দেয় সাংবাদিককে। তারা গিয়ে রুবীর পরিবারের লোকদের বুঝিয়ে বিয়ে বন্ধের চেষ্টা চলায়। এতে তারা কর্ণপাত না করায় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানাকে বিষয়টি জানালে, তিনি তাৎক্ষনিক ভাবে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ কে বিয়ে বন্ধের নির্দেশ দেয়।  চেয়ারম্যান ও ইউপি সদস্য সাথে  গ্রাম পুলিশ সাথে নিয়ে বিয়ে বন্ধ করে দেয়। সকলের সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় নতুন করে স্কুুল জীবন ফিরে পাওয়ায় অত্যান্ত খুশি রুবী। এতে প্রশাসনের কর্তৃপক্ষকে  সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2128092883093775268

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item