দেবীগঞ্জে জব্দকৃত ভিজিএফের চাল অবশেষে নিলামে

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ 

উপজেলায় দরিদ্র মানুষের জন্য বিতরন করা  ভিজিএফ এর প্রায় ৭২ বস্তা জব্দ করা চাল নিলামে বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার দুপরে উপজেলার ৯নং দেবীডুবা ইউনিয়ন পরিষদ চত্বরে(৭২ বস্তা) সমমান ৩৪৫৪ কেজি চাল  প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়, যার নিলাম মুল্য ২৪১৭৮ টাকা।  এ সময় নিলাম ডাকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা রোকনুজ্জামান রোকন,উপজেলা খাদ্য কর্মকর্তা এমদাদুল হক, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রাজ্জাক, ইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য .গত ২৭-০৯-১৫ ইং পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে  ভিজিএফ এর একাংশ(৭২ বস্তা) চাল চেয়ারম্যান বিতরন না করে রেখে দেন। পরে স্থানীয়দের  সন্দেহ হলে  প্রশাসনকে খবর দেয়, প্রশাসন এসে তাৎক্ষনিক ভাবে ওই চাল জব্দ করে পরিষদের রুমে সিলগালা করে রেখে দেয়। এব্যাপারে ওই ইউনিয়নের  শ্বর্গীয় মধুশুধোন এর ছেলে নরেশ চক্রবতি বাদী হয়ে চেয়ারম্যান এর বিরুদ্ধে সরকারী চাল আত্মসাৎ করার  অভিযোগে একটি মামলা দায়ের করেন, মামলা এখনও চলমান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4912920844070658209

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item