ডোমার হানাদার মুক্ত দিবস পালিত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমার হানাদারর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার কমান্ড কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখার উদ্যোগে ডোমার বাজার বাটার মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে আলোচনা সভা করা হয়। র‌্যালিতে ব্যানার ফেস্টুন সহকারে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠেেনর  নেতৃবৃন্দ অংশ নেয়। সভায় মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার নুরননবীর সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সরকার ফারজানা আক্তার সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানা, অফিসার্স ইনচার্জ মো: মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সহিদার রহমান মানিক, সাবেক ডোমার উপজেলা কমান্ডার আমিনুর রহমান, ডোমার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ কবির, সহকারী কমান্ডার (অর্থ) ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, সন্তান কামান্ডের হুমাউন কবির রাকিব, সায়িদ বীন সাফা সজিব, তানবির ইসলাম তন্ময় প্রম,ূখ বক্তব্য রাখেন। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধাদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টিক বিতরন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8368552454303887918

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item