রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা

হাজী মারুফ রংপুর বুরে‌্য্য অফিস : 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাশিপুর ছোট নুনতোর গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধে গত ৩০ জুন শাহ আলম নামে এক জনের মৃৃত্যু হলে তারই জের ধরে উপজেলা চেয়ারম্যান আইনুল হকসহ ৩২ জনের বিরুদ্ধে ১ জুলাই হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলা সূত্র মতে, উপজেলার ছোট নুনতোর গ্রামের নুরুল হক ও একই গ্রামের তাজউদ্দিন মেম্বারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে গত ২৪ জুন কাশিপুর ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক বসে। আপোষ-মীমাংসা না হওয়ায় পরবর্তী তারিখে আপোষ মীমাংসার দিন ধার্য করার সিদ্ধান্তে মুলতবি ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়। বাদি বিবাদী পক্ষের লোকজন চেয়ারম্যান কার্যালয় থেকে বেরিয়ে বাক-বিত-ায় জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। তমিজউদ্দিনের লোকজন নুরুল হকের লোকজনের উপর চড়াও হলে আইজউদ্দিন ও তার ছেলে শাহ আলম, সাদ্দাম আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন শাহ আলম মারা যায়। শাহ আলমের পিতা আইজউদ্দিন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানসহ ৩২ জনকে বিবাদী করে ১৪৯,৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ১০৯ ও ১০৪ ধারায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেছে। কাশিপুর ইউপি চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র জানান, উপজেলা চেয়ারম্যান আইনুল হক ঘটনার দিন ছিলেন না বা তার সম্পৃক্ততার কোন খবর আমার জানা মতে নেই।
এামলার তদন্তকারী কর্মকর্তা জমিরউদ্দিন বলেন, মামলাটির তদন্তকাজ চলছে। আইনি প্রক্রিয়ায় মামলার কাজ সম্পাদন করা হবে।



পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3136047056450507338

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item