প্রধান শিক্ষককে বহিস্কার করায় স্কুলে তালা ॥ শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়  : পঞ্চগড়ের আটোয়ারীতে এক স্কুলের প্রধান শিক্ষককে বহিস্কার করায় স্কুলে তালা দিয়েছে । স্কুল বন্ধ রাখায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। জানা গেছে, শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নরে পানবাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে অনিয়ম, দূর্নীতি ও সেচ্ছাচারিতার কারনে স্কুলের প্রধান শিক্ষক আঃ জলিল কে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
এই বহিস্কার করার কারনে বহিস্কারকৃত প্রধান শিক্ষক আঃ জলিল  রবিবার স্কুলে তালা মেরে স্কুল বন্ধ করে রেখেছেন। প্রতিদিনের ন্যয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা যথা সময়ে স্কুলে এসে দেখে স্কুল বন্ধ। শিক্ষক গণ বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ওমর আলীকে জানালে তিনি তাৎখনিক স্কুলে আসেন এবং মাঠে শিক্ষার্থীদের কাস নিতে বলেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু ইশ্বর চন্দ্র রায়কে উপজেলা নির্বাহী অফিসার, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্কুলে তালা মেড়ে বন্ধ রাখার কারনে একটি করে অভিযোগ দাখিল করতে বলেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আঃ জলিল এর সাথে কথা বললে তিনি স্কুল বন্ধ রাখার বিষয়টি স্বীকার করেন এবং আরো বলেন, আমাকে বহিস্কার করেছে তাই বিভিন্ন জায়গায় পরামর্শের জন্য গিয়ে ছিলাম। স্কুলে তালা মেরে রাখার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি শুনেছি ইতিপূর্বে একটি অভিযোগও পেয়েছি বিষযটি দেখা হচ্ছে। এদিকে মানুষ গড়ার কারিগর বহিস্কৃত প্রধান শিক্ষক আঃ জলিল আইনকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মত স্কুলটি পরিচালনা করছেন বলে অভিভাবদের অভিযোগে জানাগেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3270409512401213299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item