চন্দনপাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের যাবদপুর দেওদাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনায় মোঃ পিরুল ইসলাম ও মোঃ একেন আলী নামে দুই ক্ষতিগ্রস্থ পরিবারকে রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র পক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দুই ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে প্রদান করা হয় নগদ আর্থিক সহায়তা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর জেলার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন লিটন, সদর উপজেলার সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক সদর উপজেলার সাবেক আহবায়ক ও সাদ এরশাদ এমপি’র বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক প্রভাষক আলতাব হোসেন, চন্দনপাট ইউনিয়ন সাধারন সম্পাদক হাফিজার রহমান, সাবেক সদস্য সচিব মাসুদ রানা ও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল মতিন সহ সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থ এলাকার সুধীবৃন্দ। সৌজন্য মুলক সাক্ষাতে সাদ এরশাদ এমপি’র বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান টিটু সাংবাদিককে বলেন রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি তার মা মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের সু-চিকিৎসার জন্য টানা কয়েক মাস ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রয়েছেন। তিনি দেশে না থাকলেও তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামীন অবকাঠামো সংস্কার ও  উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়ন সহ আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। পরে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারে পূর্ণবাসনের লক্ষ্যে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৩১ মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এক ভয়াবহ অগ্নিকান্ডে মোঃ পিরুল ইসলাম ও মোঃ একেন আলী ৩টি টিনের ঘর, ২টি রান্না ঘর, টিনের চালা, ঘরের আসবাবপত্র, ধান, চাল, গরু, ছাগল, হাঁস, মুরগি, নগদ অর্থ সহ প্রায় ৪ লক্ষ্য টাকা আগুনে পুড়ে ছাই হয়। 


পুরোনো সংবাদ

রংপুর 2226350392709292554

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item