মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সৈয়দপুরে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে “দাম দিয়ে কিনেছি বাংলা” শীর্ষক ওই  বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির এর সভাপতিত্বে শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী’র কেন্দ্রীয় সংসদের সদস্য  কাজী আবুল হাসনাত, স্থানীয় শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু প্রমূখ।

 আলোচনা সভাটি সঞ্চালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস।

পরে উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার শিল্পী কবিতা আবৃত্তি  এবং এক ও দলীয় সংগীত পরিবেশন করেন। সংগীত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন  সংঠনের সাহিত্য সম্পাদক রাজিয়া সুলতানা ফারহানা।

অনুষ্ঠানে সুধীজন, সাংবাদিক, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি দলিলুর রহমার দিলু, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, ইফফাত জাহান কলি,সাংগঠনিক সম্পাদক বীথি জামানসহ সকল সদস্য ও সর্বস্তরের বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6564845165133627556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item