সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার (১০ অক্টোবর) শহরের নয়াটোলা এলাকায় বিদ্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  বিদ্যালয়ের চারটি অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৭৩ জন অভিভাবক সদস্য ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
সকাল ১০ টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। সৈয়দপুর উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মোছা. শাকেরিনা বেগম  নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে মো. ফেরদৌস রহমান (প্রাপ্ত ভোট ১১৬), মো. জিয়াউল হক (প্রাপ্ত ভোট ১০৫), মো. আব্দুর রহিম (প্রাপ্ত ভোট ১০২) এবং মো. শাহিন (প্রাপ্ত ভোট ৯৫)  অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি পদে সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান,  মো. বশিরুল আলম,  মোছা. হোসনে আরা ফেন্সি এবং সংরক্ষিত অভিভাবক সদস্য পদে মোছা. আফসানা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 অপরদিকে, সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ  মো. আমজাদ হোসেন সরকার দাতা সদস্য এবং ডা. মো. আব্দুল্লাহ্ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন
 এদিকে, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন গতকাল অনুষ্ঠিত  বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটি  আগামীতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 963947126371458952

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item