নীলফামারীর কিশোরগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত আহত তিন


মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে কবিনুর ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন কৃষি শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী দলবাড়ি নামক স্থানে। 

এলাকাবাসী  আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে দুই জনের অবস্থা আশংখাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবার রহমান বাদশা মিয়া জানান, শনিবার সকাল বেলা কৃষক কবিনুর ইসলাম সাথে আরো তিনজন কৃষি শ্রমিক নিয়ে ভেড়ভেড়ী দলবাড়ির দোলায় নিজের জমিতে ধান কাঁটতে যান। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালিন সময়ে বজ্রপাত পরে ঘঁটনাস্থলে  জমির মালিক কবিনুর ইসলাম মারা যান। এসময় বাকি তিন শ্রমিক রফিকুল ইসলাম (৪৫) নাজমুল ইসলাম (৩৫) এবং স্বাধীন মিয়া (৩০) গুরুত্বর আহত অবস্থায় জমিতে পরে থাকলে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। 

কিশোরগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার মোকলেছুর রহমান জানান, বজ্রপাতে আহত তিনজনের মধ্যে রফিকুল ইসলাম নামে একজনের অবস্থা আশংখাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজন এখানে ভর্তি রয়েছে। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘঁটনার বিষয়ে নিশ্চিত করে জানান,  শনিবার সকালে বজ্রপাতে ঘঁটনাস্থলে জমির মালিক কৃষক কবিনুর ইসলাম মারা গেছে। এবং তিনজন কৃষি শ্রমিক আহত হয়েছেন। 


পুরোনো সংবাদ

নীলফামারী 4035736617342930845

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item