ডিমলায় ছাত্রলীগের ফ্রী অক্সিজেন সেবা সার্ভিস চালু
https://www.obolokon24.com/2021/07/oxtzen.html
নির্ণয়,নীলফামারী॥ করোনা মহামারির সময় নীলফামারীর ডিমলা উপজেলায় ছাত্রলীগের পক্ষে ফ্রী অক্সিজেন সেবা সার্ভিস চালু হয়েছে। শনিবার(২৪ জুলাই/২০২১) ডিমলা সদরে ছাত্রলীগের ফ্রী অক্সিজেন সেবা সার্ভিসের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দদের মাঝে ৫ হাজার মাস্ক তুলে দেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
ডিমলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক পারভেজ ইসলাম, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সংগীত দ্বীপংকর প্রমুখ।
নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, ফ্রী অক্সিজেন সেবা সার্ভিসে চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রুহুল আমিন।