পার্বতীপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৩


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে ২৯৫ পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। আজ রবিবার সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে মডেল থানার ওসি স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

পার্বতীপুুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্র্রিফিংয়ে মডেল থানার ওসি ইমাম জাফর জানান,  শনিবার রাত ৮ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুুর থানাধীন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সিরাজুল হক পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইউনিয়নের মধ্যপাড়ার (মুন্সিপাড়া) ইব্রাহিম খলিলের বাড়ী থেকে ইব্র্রাহিম খলিলের পরনে থাকা টাউজারের ডান পকেট থেকে একটি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে থাকা ৯৫ পিস ইয়াবা এবং তার বসত-বাড়ীর শয়ন কক্ষের ভিতর থেকে অনুমান ৯ ইঞ্চি বাঁশের চোঁঙ্গা থেকে পলিথিনের প্যাকেটে রাখা ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম খলিলকে হাতেনাতে গ্রেফতার করে। মোট ২’শ ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল মোঃ সেকেন্দার আলীর পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৮ হাজার ৫’শ টাকা। একই দিন রাত ৯ টায় পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া এলাকায় মাদক বিরোধী আরেকটি অভিযান চালিয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ছহির উদ্দিন (৫০), পিতা- মৃত শফি উদ্দিন ও মোঃ ইমরান আলী (২৩), পিতা- মোঃ ছহির উদ্দিন উভয়ের সাং- বড় হরিপুর (দাড়িয়াপাড়া), উপজেলা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরকে ৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৬ হাজার টাকা। 

পৃথক দু’টি অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 


পুরোনো সংবাদ

নির্বাচিত 8898512350162299058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item