ফুলবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন


মেহেদী হাসান উজ্জ¦ল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন। 

লকডাউন বাস্তবায়নে ২৫জুলাই রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে পৌর শহরের তিনটি মার্কেট সিলগালাসহ ৩৮ টি মামলায় ৯ হাজার একশত টাকা জরিমানা আদায় করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।


লকডাউন চলা কালে শহরের নিমতলা মোড় এলাকার বনানী, বিকে এবং সেভেন স্টার মার্কেটের ব্যবসায়ীরা সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ঐ  তিনটি মার্কেট সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে মুখে মাস্ক ছাড়াই অযথা ঘোরাফেরা করাসহ নিষেধাজ্ঞা উপেক্ষা করে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোর দায়ে ৩৮ জনকে অর্থদন্ড করে ৯ হাজার একশত টাকা জরিমানা আদায় করেন। এ  সময় সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে স্থানীয় কিছু ব্যবসায়ী প্রতিদিন প্রশাসনের নজর এড়িয়ে বিধি নিষেধ অমান্য করায় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থেকে এ অভিযান অব্যাহত রাখবে।


পুরোনো সংবাদ

নির্বাচিত 369176655033523517

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item