পার্বতীপুরে মাদক সেবন ও গণ-উপদ্রবের অভিযোগে ১ জনের জরিমানা
এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক সেবন করে গণ- উপদ্রবের অভিযোগে ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক। সোমবার বেলা ১১টা ২০ মিনিটে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ জরিমানা প্রদান করেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার বেলা ২ টা ২০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে শহরের ইসলামপুর (কালিবাড়ী) মোড়ে মাদক সেবন করে গণউপদ্রব করাকালীন সময়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে মোঃ আনসার আলী (৩৫) কে আটক করে। আটককৃত আনসার আলীকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পেলান কোড ২৯১ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমুল) আইন ২০১৮ এর ২৫(২) ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন। সে পার্বতীপুর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।