জমিতে কিটনাশক ছিটাতে গিয়ে এক কৃষকের মৃত্যু


মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানি জমিতে হিটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় মকছেদুর রহমান (৬২) নামে এক কৃষক মৃত্যু বরণ করেছেন।

সোমবার বেলা ১২টায় পৌর শহরের স্বজনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন এর ছেলে।

নিহতের ভাবী জেবুন নেছাসহ পরিবারের অন্যন্য সদস্যরা জানান, নিহত কৃষক মকছেদুর রহমান বেলা ১২টার দিকে নিজ বাড়ীর পাশে জমিতে কিটনাশক ছিটানোর সময় হঠাৎ মাথা ঘুরে জমিতে পড়ে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করার পর তাকে মৃত ঘোষনা করেন। কিটনাশক ছিটানোর সময় বিষক্রিয়িার তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের লোকজন। এদিকে এই মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা: চামেলী বেগম বলেন জমিতে কিটনাশক ছিটানোর সময় রোদের তাপে অত্যন্ত গরমে স্টোক করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


পুরোনো সংবাদ

নির্বাচিত 8068568965864763706

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item