বীরগঞ্জ উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥-
খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সকল অন্যায় ও অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

২৭ জুলাই ২০২১ মঙ্গলবার সকালে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বীরগঞ্জ উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ২০ টি ফুটবল প্রশিক্ষণরত খেলোয়াড়দের হাতে তুলে দেন এবং গ্রুপ ছবিতে অংশ নেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 7023650197877451019

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item