বীরগঞ্জে (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে জরুরী মতবিনিময় সভা


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥-
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও মান্যগণ্য ব্যাক্তিগণের সমম্বয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৭ জুলাই ২০২১ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও মান্যগণ্য ব্যাক্তিগণের সমম্বয়ে জরুরী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, বতর্মানে সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মহামারি করোনার প্রভাবে গোটা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও সাহসী পদক্ষেপের ফলে সরকার করোনার প্রভাব মোকাবিলা করে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকলের সহযোগিতায় করোনাভাইরাস নির্মুল করা সম্ভব উল্লেখ করে বলেন, করোনা মহামারি এখন শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও বৃদ্ধি পাচ্ছে। সেখানেও আমাদেরকে মনিটরিং জোরদার করতে হবে। গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে আমরা আরও সফলতা পাবো। তিনি আরো বলেন, বীরগঞ্জ উপজেলার মানুষ যাতে চিকিৎসা সেবা গ্রহন করতে শুধু শহর মুখী না হয়। সেজন্য উপজেলা চিকিৎসকদের গুরুত্বপুর্ন ভুমিকা রেখে স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এমপির নেতৃত্বে হাসপাতালে সেন্টাল অক্সিজেন সিষ্টেম স্থাপনের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন এবং রোগিদের চিকিৎসার খোজ-খবর নেন এমপি গোপাল।



পুরোনো সংবাদ

দিনাজপুর 1394322999957907584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item