ডোমারে জলাশয় পূনঃ খনন কার্যক্রমের শুভ উদ্বোধন


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর  ডোমারে  গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ  সরকারের  জলাশয়  সংস্কারের  মাধ্যমে  মৎস্য  উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ  জলাশয় পুনঃ খনন  কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা এপ্রিল)  সকাল ১১টায়  উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে , উপজেলা  মৎস্য পুকুর-২ খননের শুভ উদ্বোধন করেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান,  উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শারমিন আখতার, ঠিকাদারী প্রতিষ্ঠানের  প্রোপাইটর রেজাউল ইসলাম, ঠিকাদার জুম্মা রহিম দুলু ও মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা  জলাশয় পূনঃ খনন দরপত্রের মাধ্যমে গত ২১-০৩-২০২১ ইং তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান রিয়া কনাষ্ট্রাকশন কাজটি বাস্তবায়নের অনুমোদন পায়। উক্ত জলাশয় পূনঃ খননে  প্রকল্পটির  নির্মান ব্যায় ধরা হয়েছে ৮লক্ষ ৩ হাজার ৯ শত ৮৩ টাকা। 


পুরোনো সংবাদ

নীলফামারী 2537480687464850788

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item