ডোমারে ৫ নদীর সুরক্ষা কমিটি গঠন




নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর ডোমার উপজেলার চেকাডারা, কলমদার, যমুনেশ্বরী, দেওনাই ও শালকি নদী সুরক্ষায় পৃথক পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১ এপ্রিল/২০২১) বিকালে রিভারাইন পিপলের উদ্যোগে এসব নদী পারে দিন ব্যাপী পৃথক সভায় কমিটিগুলো গঠন করা হয়। রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ দিনব্যাপী অনুষ্ঠিত এসব সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটিগুলো ঘোষণা করেন।

চেকাডারা নদী সুরক্ষা কমিটিতে শাহজাহান আলীকে আহবায়ক ও জামিয়ার রহমানকে সদস্য সচিব, শালকী নদীর সুরক্ষা কমিটিতে আমিনুর রহমানকে আহবায়ক ও জুলফিকার আলীকে সদস্য সচিব, দেওনাই নদী সুরক্ষা কমিটিতে আনোয়ার হোসেনকে আহবায়ক ও আশরাফুল ইসলামকে সদস্য সচিব, কলমদার নদী সুরক্ষা হরিপদ রায়কে আহবায়ক এবং সত্যেন চন্দ্র রায়কে সদস্য সচিব, যমুনেশ্বরী নদী সুরক্ষায় শান্তি পদ রায়কে আহবায়ক এবং বীরেন্দ্রনাথ শর্মাকে সদস্য সচিব ১৫ সদস্যের (প্রতিটি) ১ বছর মেয়ার্দী কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওনাই শাখা শাখা নদী সুরক্ষা কমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদ, সদস্য আব্দুল জলিল, নুরুল ইসলাম, আতিকুর রহমান, নদীকর্মী রাকিন জহির প্রমুখ। 


পুরোনো সংবাদ

নীলফামারী 2222249239384443789

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item