ঢাকায় যাচ্ছিল আলুর বস্তায় ফেনসিডিল, আটক -১


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে আলু ভর্তি বস্তা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।


পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি গতিরোধ করে পুলিশের একটি টিম। তল্লাশি চালালে গাড়ির পেছনের লকারে থাকা আলুর বস্তাতে ২৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে সেই বস্তার মালিককে আটক করা হয়।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আটককৃত মামুন প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1773974851707183964

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item