সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে এক নারীসহ গ্রেপ্তার -৩




তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে এক নারীসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।  শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়াবালাপাড়া সংলগ্ন অচিনেরডাঙ্গা  এলাকায় এ ঘটনাটি ঘটেছে।  গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সাড়োভাসা গ্রামের মহির উদ্দিনের ছেলে মফিজার রহমান (২৭) এবং একই উপজেলার বাহাগিলী ইউনিয়নের বগলাগাড়ী গুচ্ছগ্রামের আলম হোসেনের ছেলে লাজু হোসেন (২৬) ও তাঁর স্ত্রী রীনা আকতার (২২)।

 জানা গেছে, নীলফামারী জেলা সদরের কালিয়ালখাতা কাজীপাড়ার মো. আব্দুল রশিদের ছেলে মো. খোরশেদ আলম (৩৫)। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশার একজন চালক।  তিনি মূলতঃ নীলফামারীতে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে চালিয়ে জীবন নির্বাহ করেন। ঘটনার দিন গত ২৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে তিনি  ভাড়ায় নেওয়া অটোরিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এক নারীসহ ছিনতাইকারী দলের ছয় সদস্য যাত্রীবেশে তাঁর অটোরিকশা কাছে আসেন। তারা  ছিনতাইকারী দলের নারী সদস্য রীনা আক্তারকে সিজার ও কিডনির রোগী সাজিয়ে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড় থেকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়া সংলগ্ন অচিনেরডাঙ্গায় যাওয়ার কথা বলে ২ শত টাকায় ভাড়া নেয় খোরশেদ আলম  অটোরিকশাটি। এরপর রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে খোরশেদ আলম তাঁর অটো রিকশা তাদের নিয়ে অচিনেরডাঙ্গায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা তাকে অটোরিকশা থামাতে বলে। এ সময় আকস্মিক তারা(ছিনতাইকারী দলের সদস্য) অটোরিকশা চালক খোরশেদ আলমেরর মুখ চেপে ধরে সড়কের পাশে  একটি হলুদ ক্ষেতে নিয়ে বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় অটোরিকশা চালক তাঁর মুখে থাকা ছিনতাইকারী দলের এক সদস্যের হাত সরিয়ে ফেলে আত্মচিৎকার দেয়। এ সময় সেখানে দিয়ে যাওয়া এক সাইকেল আরোহী ও আশেপাশের লোকজন তাঁর চিৎকার শুনে দ্রুত ছুঁটে এসে এক নারীসহ  ছিনতাইকারী দলের তিন সদস্যকে আটক করে উত্তম-মধ্যম দেয়। এ সময়  ছিনতাইকারীদলের অপর তিন সদস্য সেখান থেকে পালিয়ে যায়। পরে  আটককৃতদের পুলিশের হাতে তুলে দেয়। 


পুরোনো সংবাদ

নীলফামারী 2119325874352652766

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item