পাগলাপীরে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
  রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৭নং গোকুলপুর ওয়ার্ডের নামাপাড়া গ্রাম নির্বাসী অবঃ প্রাপ্ত কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক আর নেই। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে গতকাল বুধবার ৪ঠা নভেম্বর বিকাল সোয়া ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ............ রাজিউন), তার বয়স হয়েছিলো ৭৫ বৎসর। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনী, জামাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্যক শুভাকাঙ্খি রেখে গেছেন। ওইদিন রাত ১০টায় পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদ মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন সহ পাগলাপীরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। এর আগে রাত সাড়ে ৯টায় পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের মরদেহে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন রংপুর জেলা প্রশাসনের পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান মো্ ঃইকবাল হোসেন সহ পরিষদের সকল সম্মানিত সদস্যবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দরা। তিনি এক শোক বার্তায় মরহুম মুক্তিযোদ্ধার আত্মার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। অপর এক বার্তায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম। 


পুরোনো সংবাদ

রংপুর 1145804259200865042

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item