পঞ্চগড়ে তালমা নদী দখলের বিরুদ্ধে মানববন্ধন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়: 


পঞ্চগড়ে অবৈধভাবে দখলকৃত সকল নদী মুক্তকরণ ও দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ‘পরিবেশ আন্দোলন’ নামের একটি সংগঠন। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন করেন তারা। 

এতে অংশ নেন ‘দরিদ্র কল্যাণ সংস্থা’ ও নাট্য সংগঠন ‘কারিগর’সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের কর্মীরা।


এত বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ. কে. এম আনোয়ারুল খায়ের, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, পঞ্চগড় দারিদ্র্য কল্যাণ সংস্থার পরিচালক সাংবাদিক শাহজালাল, নাট্য সংগঠন কারিগর’র সভাপতি সরকার হায়দার প্রমূখ।

বক্তারা বলেন, ‘সম্প্রতি ‘সৌদী বাংলা’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান জেলার তালমা নদীর গতিপথ বন্ধ করে মাটি ভড়াট করছে। এর আগেও এ নদীর গতিপথ বন্ধ করে বিনোদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমরা এই দখলদারদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।’

একই সাথে তারা তালমাসহ সকল নদী দখলমুক্ত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবী পূরণ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারীও দেন তারা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4732177373654499322

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item