নীলফামারীতে রেড ক্রিসেন্টের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(১৬ নভেম্বর/২০২০) সকাল ১০টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএস এর প্রশিক্ষণ কেন্দ্রে ওই ওরিয়েন্টেশনের আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিট। দিন ব্যাপী ওরিয়েন্টেশনে গ্রামীণ নারীদের নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন সম্পর্কে ধারনা, দ্বন্দ নিরসন, পিজিআই এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী নেতৃত্বের বিকাশের নানা দিকে তুলে ধরা হয়। ওই ওরিয়েন্টেশনের জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সংস্থার ৩০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন উন্নয়ন কর্মসূচি আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়াম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর  দপ্তরের উপ-পরিচালক প্রকল্প ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, লাভলী হুড কো-অডিনেটর মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) এ.এস.এম মোক্তারুস জামান, রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের ইউনিট লেভল কর্মকর্তা মো. ফজলুল করিম। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7696009350233829069

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item