পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সৈয়দপুর জাতীয় শ্রমিক ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 দেশের সরকারি ২৬ টি পাটকল বন্ধ ও পরবর্তীতে পিপিপি’র আওতায় চালুকরণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশনের ব্যানারে ওই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
গতকাল বুধবার বেলা ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টি নীলফামারী জেলা শাখার সম্পাদক কমরেড আবিদ হোসেনসহ সৈয়দপুর উপজেলা শাখার ওএবং সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশন, যুব মৈত্রী, ছাত্রমৈত্রীর বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। 
 মানববন্ধন কর্মসুিচ চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড রুহুল আলম মাষ্টার, ওয়ার্কার্স পার্টির নেতা শেখ ফজলুল হক, জাতীয় শ্রমিক ফেডারেশনের নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক কমরেড তোফাজ্জল হোসেন, যুব মৈত্রী নেতা মাহামুদুল হাসান তনুজ প্রমূখ। সভাটি পরিচালনা করেন পার্টির জেলা কমিটির সদস্য কমরেড ওবায়দুর রহমান।               

পুরোনো সংবাদ

নীলফামারী 6106250947316725157

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item