পাগলাপীরে সংস্কারের অভাবে হাইওয়ে সড়কের দু’ধার নর্দমায় পরিণত

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীরে সংষ্কারের অভাবে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কের দু’ধারে ময়লা-আবর্জনা ও কাদাপানি একাকারে নর্দমায় পরিণত হয়ে পরায় পথচারীসহ সাধারন মানুষজন ও রিক্সা-ভ্যান, অটো-সিএনজি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। জানাগেছে পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়কের আজিজুল ইসলাম নিউ মার্কেটে মেসার্স সিয়াম ট্রেডার্স ও রবি-মাজেদুলের হোটেল-রেঁস্তোরার দোকানের সামনে হতে হানিফ কাউন্টার ও হাজী আব্দুস ছামাদ মার্কেটের রাজ জাহান স্টোর পর্যন্ত দেড়শ ফিট সড়কটির দু’ধারে ব্যবসা-প্রতিষ্ঠানের ব্যবহৃত ময়লা-আবর্জনা, কাগজের টুকরা, পলিথিন, ধুলাবালি এবং একটু ব্্ৃষ্টিপাতে কাঁদা পানি একাকারে নর্দমায় পরিণত হয়ে পরায় পথচারীসহ সাধারন মানুষজনের চলাচল করা তো দূরের কথা কার-মাইক্রো, অটো-সিএনজি, রিক্সা-ভ্যানের চলাচল দুঃসাধ্য হয়ে পরছে। জীবন-জীবিকার তাগিদে পথচারী ও সাধারন মানুষজন সহ হালকা-পাতলা যানবাহন গুলো উক্ত হাইওয়ে সড়কের পঁচা নর্দমার উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে ছোট-বড় দূর্ঘটনাসহ নানা অপ্রীতকর ঘটনার শিকার হচ্ছেন। চলতি জুলাই মাসের দেড় সপ্তাহে সড়কটির দু’ধারে সৃষ্টি হওয়া পঁচা নর্দমার উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে পাঁচটি দূর্ঘটনায় দু’টি অটো ও তিনটি মটরসাইকেল গাড়ী উল্টে আরোহী, চালকসহ যাত্রীরা অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। সরেজমিনে পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়কে মেসার্স সিয়াম ট্রেডার্সের প্রোঃ অনিক, হাজী আব্দুস ছামাদ মার্কেটের রাছ জাহান স্টোরের প্রোঃ গোলাম কিবরিয়া দুখু ও সাংবাদিক এখালাছ উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন মহল বলেন, উক্ত হাইওয়ে সড়কের মূল সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত দূর পাল্লার ভারী যানবাহনগুলো চলাচলের সময় বিপরীতমূখী পরিবহনকে সাইড দিয়ে গিয়ে গাড়ীর চাঁকায় পিষ্ট হয়ে সড়কের দূ’ধারের পাড়ি নরম হয়ে খোয়া, পাথর, বালু বের হয়ে যায় এবং পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিপাতের পানিতে সেখানে সৃষ্টি হচ্ছে ছোট ছোট গর্ত ও জলবদ্ধতার। সেই ছোট ছোট গর্তে ও জলাশয়ে সড়কের দু’ধারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসা ও দোকানপাটের ব্যবহৃত ময়লা-আবর্জনা, কাগজের টুকরা, পলিথিন ব্যাগ গর্তে ফেলে ভরাট করে সৃষ্টি হচ্ছে ডাস্টবিন কিংবা নর্দমা। এর ফলে সড়কের দু’ধারের উপর দিয়ে পথচারীসহ সাধারন মানুষজনের চলাচল করা তো দূরের কথা কার-মাইক্রো সহ হালকা-পাতলা যানবাহনের চলাচল দুঃসাধ্য হয়ে পরছে। তাই দূর্ভোগ, দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে উক্ত হাইওয়ে সড়কের পাড়ি সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য অবিলম্বে ড্রেন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাগলাপীরের বিভিন্ন মহল ও প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 7187341103281792465

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item