নীলফামারীতে নতুন করে আরও ২ জন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/06/corona_27.html
নীলফামারী প্রতিনিধি॥ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ২ জন শনাক্ত হয়েছে। আজ রবিবার(২০ জুন/২০২০) সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৪ জুনের প্রেরিত ৩১টি নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
২ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী পৌরসভার বাড়াইপাড়ায় একজন(৫৮) ও সদর উপজেলার চাপড়া সরঞ্জামী ইউনিয়নের হাজিপাড়া গ্রামের একজন (২৯)। এছাড়াও ফলোআপ রির্পোটে ডোমার উপজেলার এক নারী পূর্ণরায় করোনা পজেটিভ এসেছে।
সূত্র মতে, পূর্বের শনাক্ত সহ এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৯৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৩, জলঢাকা উপজেলায় ৫৭, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৪ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩ জন। #