উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে উত্তীর্ণদের প্যানেলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি॥
কৃষি বিভাগে প্যানেলের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৪ জুন/২০২০) বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক চাকুরী প্রার্থী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তাদের মধ্যে বক্তৃতা দেন সাইফুল ইসলাম, চাঁন মিয়া, শাহিনুর ইসলাম, অরুন পাল প্রমুখ।
তারা বলেন, এক হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের জন্য ২০১৮ সালের ২৩ জানুয়ারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২৮ হাজার চাকুরী প্রার্থী প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নিয়ে ১০ হাজার ৩৯ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় পাঁচ হাজার ১১৪ জন উত্তীর্ণ হন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৪ জানুয়ারী পর্যন্ত তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষা শেষে মাত্র তিন দিনের মাথায় সাপ্তাহিক ছুটির দিন ১৭ জানুয়ারী শুক্রবার এক হাজার ৬৫০ জনের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
তারা অভিযোগ করে বলেন, চুড়ান্ত তালিকা তৈরীতে জেলা কোঠা অনুসরণ করা না হওয়ায় ২০২০ সালের ৬ ফেব্রুয়ারী পদবঞ্চিতদের মধ্য থেকে উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারী মহামান্য হাইকোর্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বেশ কিছু রুল জারি করে নিয়োগ কার্য়ক্রমের উপর স্থগিতাদেশ দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রুলের কোনো জবাব না দিয়ে সুপ্রীম কোর্টের আপিলেড ডিভিশনে আপিল করেন। সেই আপিলটি খারিজ করে দিয়ে আপিল বিভাগ হাই কোর্টের রুলের জবাব দিতে ও মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অদ্যবধি রুলের জবাব দেননি।
তারা বলেন, ত্রুটিপূর্ণ ওই তালিকা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্যানেলের মাধ্যমে ওই পদে নিয়োগ দেওয়া হোক। এতে করে প্রকৃত মেধাবীরা সুযোগ পাবেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। #

পুরোনো সংবাদ

নীলফামারী 5547871215303393498

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item