বাংলাবান্ধা স্থলবন্দরে সােনালী ব্যাংকের শুভ উদ্বােধন

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভিনদেশী, ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে বন্দর এলাকায় প্রথমবারের মতো সােনালী ব্যাংকের এক নতুন শাখার শুভ উদ্বাধন করা হয়েছে।

২৪ জুন/২০২০ বুধবার সকাল ১০ টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন ভবনের ২য় তলায় এ ব্যাংক কার্যক্রমের উদ্বােধন করা হয়।

এ সময় ফিতা কেটে ব্যাংকের উদ্বােধন করেন রংপুরের সােনালী ব্যাংকের জেনারেল ম্যানজার ও অফিস ইনচার্জ রশিদুল ইসলাম।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, সােনালী ব্যাংকের ডিজিএম আশরাফুল আলম, পঞ্চগড় আমদানী-রপ্তানীকারক এসাসিয়শনর সভাপতি মেহেদী হাসান খান বাবলা,বাংলাবান্ধা স্থলবন্দর সােনালী ব্যাংকর ম্যানজার সবুক্তগীন শাকিল প্রমূখ। উদ্বােধন অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলাচনা পর দােয়ার আয়ােজন করা হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6674030008270083902

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item