বাংলাবান্ধা স্থলবন্দরে সােনালী ব্যাংকের শুভ উদ্বােধন
https://www.obolokon24.com/2020/06/panchagar_24.html
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভিনদেশী, ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে বন্দর এলাকায় প্রথমবারের মতো সােনালী ব্যাংকের এক নতুন শাখার শুভ উদ্বাধন করা হয়েছে।
২৪ জুন/২০২০ বুধবার সকাল ১০ টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন ভবনের ২য় তলায় এ ব্যাংক কার্যক্রমের উদ্বােধন করা হয়।
এ সময় ফিতা কেটে ব্যাংকের উদ্বােধন করেন রংপুরের সােনালী ব্যাংকের জেনারেল ম্যানজার ও অফিস ইনচার্জ রশিদুল ইসলাম।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, সােনালী ব্যাংকের ডিজিএম আশরাফুল আলম, পঞ্চগড় আমদানী-রপ্তানীকারক এসাসিয়শনর সভাপতি মেহেদী হাসান খান বাবলা,বাংলাবান্ধা স্থলবন্দর সােনালী ব্যাংকর ম্যানজার সবুক্তগীন শাকিল প্রমূখ। উদ্বােধন অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলাচনা পর দােয়ার আয়ােজন করা হয়।