ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি পীরগঞ্জে খাদ্য বিতরন করলো


মোঃ মামুনুর রশিদ (মেরাজুল) পীরগঞ্জ (রংপুর)থেকেঃ

করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির নেতৃবৃন্দ পীরগঞ্জে ৩’শ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার খেদমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমিতির সহসভাপতি রংপুর জেলার ত্রাণ সমন্বয়ক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান মডেল ওই ত্রাণ বিতরন করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, ট্রেজারার বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ওসি সরেস চন্দ্র, রামনাথপুর ইউপির চেয়ারম্যান প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম বিএসসি, রায়পুর ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল চৌধুরীসহ উপজেলার সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, করোনায়া বেকার হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষের জন্য ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির নেতৃবৃন্দ রংপুর বিভাগের ৮ জেলায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে। এরই লক্ষ্যে গতকাল পীরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। সচিব রেজাউল আহসান উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারীভাবেও মানুষকে ত্রান দেয়া হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের জন্যও সরকার খাদ্য পৌছে দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার স্বল্প সুদে ঋন দিচ্ছে। আপনারা তা নিয়ে উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করুন। 

পুরোনো সংবাদ

রংপুর 1508638122760741499

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item