নীলফামারীর পল্লীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২০


কিশোরগঞ্জ( নীলফামারী) সংবাদদাতা: জেলার কিশোরগঞ্জ উপজেলায় জমির সীমানা  নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের চম্পাফুল গ্রামে এ ঘটনা ঘটে।  দুই গ্রুপের আহতদের মধ্যে ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর ১১জন আহতরা হলেন লায়েক আলী(৫৫) পক্ষের  তিনি সহ নজরুল ইসলাম(৬০),আমিনুর রহমান((৫৬), জিয়ারুল ইসলাম(৩০),সোহাহ(২৮),মামুন(৩৫),রেজউল ইসলাম(৩২) ও ফরিদ উদ্দিনের পক্ষের তিনি সহ মোশারফ হোসেন(৫২),মাখছুদা বেগম(৩৫),আব্দুল জব্বার(৬৩),মুকুল হোসেন(৫২),এবারুল ইসলাম(৩২) ও সোহেল রানা (৩৮)। 

স্থানীয়রা জানান, ঘটনার দিন লায়েক আলীর পুকুরের ৩৬ শতক ও ফরিদ উদ্দিনের ১৮ শতক জমির বাঁশবাগানের সীমানা জটিলতায় আমিন এনে মাপযোগ নিয়ে বচসা বাধে। যা ইফতারের সময় হলেও তাদের বচসা এক সময় লাঠিসোডা ও ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ২০ জন আহত হয়।  খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

কিশোরগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় কোন পক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি।#  

পুরোনো সংবাদ

নীলফামারী 1658581594667024497

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item