চিলাহাটির বিদ্যুৎ গ্রাহকদের সীমাহীন দূর্ভোগ,এই দূর্ভোগের শেষ কোথায় ?

এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ বর্তমানে পুরো বিশ্ব জুড়ে যখন চলছে করোনা ভাইরাসের তান্ডব, ঠিক তখনি নীলফামারী জেলার ডোমার উপজেলা সহ চিলাহাটি এলাকায় ২৪ ঘন্টায় চলছে বিদ্যুতের এক অদ্ভুত খেলা। করোনা ভাইরাসের কারনে সরকারি ও বেসরকারি অফিস-কার্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সবরকম ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার পরেও এই লোডশেডিং হওয়ার কোন প্রশ্নই উঠে না। কিন্তু, এই করোনা ভাইরাসের কারনে মানুষ যখন ২৪ ঘন্টা বাড়িতে থাকছে, তখনি এই নেসকোর বিদ্যুৎ বিভাগ এক লোডশেডিং-এর খেলা শুরু করেছে গ্রাহকদের সাথে। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক অন্যদিকে এই ভ্যপসা গরম, যার কারনে অতিষ্ট হয়ে গেছে ডোমার উপজেলা সহ চিলাহাটি মানুষজন। চাইলেও এখন আর ঘরে বসে কেউ তাদের কাজ করতে পারছে না, কারন বিদ্যুৎ যদি না থাকে তাহলে তারা ঘরে বসে কিভাবে তাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করবে। এই সকল সমস্যাগুলোর কথা নেসকো বিদ্যুৎ বিভাগের কমপ্লিন নাম্বারে ফোন করে জানালে, তাদের অজুহাতের শেষ নেই। নীলফামারী জেলার ডোমার উপজেলার বিদ্যুৎ বিভাগ নেসকোর উদাসীনতা ও জনবলের কারণে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে ডোমার উপজেলা সহ চিলাহাটির হাজার হাজার বিদ্যুৎ গ্রাহগদের। একটু  ঝড়োহাওয়া বা সামান্য বাতাস হলেই ১৬ থেকে ১৮ ঘন্টা এমনকি ২৪ ঘন্টাও বিদ্যুৎ সংযোগ থাকে না।তাছাড়া ডোমার উপজেলায় এই বিদ্যুৎ বিভাগের গ্রাহকদের দুর্দশা এটি কোন নতুন কথা নয়। একদিকে চলছে করোনা ভাইরাসের তান্ডব, অন্যদিকে চলছে নেসকো বিদ্যুৎ বিভাগের লোডশেডিং-এর লুকোচুরি খেলা। এভাবেই চলছে চিলাহাটি বাসিন্দার দৈনন্দিক জীবন। বিদ্যুৎ বিভাগের কমপ্লিন নাম্বারে ফোন দিলে একবার কথা হলে পরেরবার সেই গ্রাহকের নাম্বারটি বøাকলিস্ট-এ রেখে দেয়। সাধারণ গ্রাহকরা অফিসের সঙ্গে বিদ্যুৎ আসার ব্যাপারে কথা বললে তারা একেক সময় একেক কথা বলে গ্রাহকদের। এই ধরনের ঘটনা প্রায় বরাবরেই ঘটে আসছে। দেশের প্রতিটি স্কুল-কলেজ বন্ধ থাকার কারনে প্রত্যেক শিক্ষার্থীকে এখন বাসায় থাকতে হচ্ছে। কিন্তু তারা যে নিজের মনকে প্রফুল্ল রাখবে তার কোন ব্যবস্থা নেই। কারন বিদুত্যের এই খেলার কারনে তারাও এখন বিরক্ত বোধ করছে বাসায় থাকতে। তারা না পারছে নিজেদের মনকে সতেজ রাখতে, না পারছে ঠিকমতো বই পড়তে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে প্রত্যেক শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে লেখাপড়ার, সেই ক্ষতিটা তাদের ঘরে বসেই এখন পুশিয়ে নিতে হচ্ছে। কিন্তু তারা সেটা মনোযোগ দিয়ে করতে পারছে না।

পুরোনো সংবাদ

নীলফামারী 8821182399051535443

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item