ডিমলায় বিনামূল্যে চিকিৎসা সেবা চলছে

নীলফামারী প্রতিনিধি ১২ এপ্রিল\ নীলফামারীর ডিমলা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি মেডিক্যাল ক্যা¤প শুরু হয়েছে। চলবে এক মাসব্যাপী। ডিমলার সমাজসেবক সাইয়ান কাদির সরকার কাননের  উদ্যোগে এই ক্যা¤প অনুষ্ঠিত হচ্ছে। রবিবার জানা গেছে গয়াবাড়ি ইউনিয়নের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭৫ জন এবং  টেপাখড়িবাড়ি ইউনিয়নের একতার বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যা¤েপ ৮০ জন, খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া আর্দ্রশ স্কুল প্রাঙ্গণে ৪৫জনকে সেবা দেওয়া হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিমলার সোহেল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সোহাগ হোসেন। দিনব্যাপী ক্যা¤েপ সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। উদ্যোক্তা সাইয়ান কাদির সরকার বলেন, একমাস এই সেবা কার্যক্রম চলবে। প্রতি ইউনিয়নে তিন দিন করে এই কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি জানান নীলফামারী ১ আসনের  সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের তদারকিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 521057458122031916

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item