রংপুর বিভাগে আরও ১১ করোনা রোগী শনাক্ত


স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার রংপুর বিভাগে ১৮৮ জনের করোনা টেস্টে ১১ জন করোনা পজেটিভ হয়েছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু  বলেন, আক্রান্তদের মধ্যে আক্রান্তরা হলেন, রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সোনালী ব্যাংক বাজার শাখায় কর্মরত এক পুরুষ (৫৭), একই এলাকার একই ব্যাংকে কর্মরত এক পুরুষ (৪৫), সোনালী ব্যাংক বাজার শাখার কর্মকর্তার মেয়ে কারমাইকেল কলেজ এলাকার এক শিশু কন্যা (৭), সদর উপজেলার পাগলাপীর বাজার এলাকার বাসিন্দা এক পুরুষ (৪৫) ও তার আড়াই বছরের ছেলে এবং কুকরুল এলাকার এক পুরুষ (৪২)। এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

এছাড়া ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বাসিন্দা পুলিশে কর্মরত এক যুবক (১৮), নীলফামারী ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ টেকনোলজিস্ট (৪২), নীলফামারী সদরের বাসিন্দা এক যুবক (২০), কুড়িগ্রাম নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক যুবক (২৫)। বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।

পুরোনো সংবাদ

হাইলাইটস 4047048867026349249

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item