পার্বতীপুরে মাটির নিচ থেকে ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বসত বাড়ির মাটির নিচ থেকে ৫০৬ রাউন্ড  গুলি উদ্ধার করা হয়েছে৷
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারের এক বাড়ি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গুলি গুলোর মধ্যে রয়েছে থ্রি নট থ্রি রাইফেলের ৩৮৩টি, পিস্তলের ১২৩টি গুলি ও চার্জার ৪০টি।                                                       
বাড়ীর গৃহীনি রুবী বেগম বলেন, তার স্বামী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দেড় বছর আগে মারা গেছেন।
তিনি স্থানীয় আ. ওয়াহাবের কাছ থেকে জায়গা কিনে ২০ বছর আগে বাড়ী করেছেন। বৃহস্পতিবার পায়খানা নির্মাণের জন্য দুইজন শ্রমিক লাগানো হয়। ২ ফুট মাটি খুঁড়তেই বন্দুকের গুলিগুলো পাওয়া যায়।
শ্রমিক হুমায়ন কবির বলেন. মাটি খুঁড়তে গিয়ে দুই জায়গায় গুলিগুলো পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো গুলিগুলো পুঁতে রাখা হয়ে থাকতে পারে। ওই জায়গার মালিক আব্দুল ওয়াহাবের এক ছেলে কামাল হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন।
পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর( তদন্ত ) আহসান হাবীব সোহেল বলেন, ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে জানা যাবে গুলিগুলো তাজা আছে কিনা।

পুরোনো সংবাদ

নির্বাচিত 9111174587251173542

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item