ঋণে চলছে ৪ হাজার জেলে পরিবার


পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ ডেইলি-বাংলাদেশ
প্রমত্তা তিস্তা এখন মরা নদীতে পরিণত হয়েছে। গত দুই মাস থেকে নদীতে মাছ ধরা পড়ছে না। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন দল বেধে মাছ ধরাও বন্ধ হয়ে গেছে। তাই তিস্তা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। শুধু তিস্তা নদী নয়, তিস্তা নির্ভর রংপুরের পীরগাছার বুড়াইল, মাষাণকুড়া, আলাইকুমারী ও ঘাঘট নদের ওপর নির্ভরশীল জেলে পরিবারগুলোর একই অবস্থা। হাতে কাজ না থাকায় উপজেলাজুড়ে প্রায় চার হাজার জেলে পরিবারে চলছে দুর্দিন।
স্থানীয় স‚ত্রে জানা যায়, উপজেলার প্রায় চার হাজার জেলে পরিবারের অবস্থা করুন। তারা দিন এনে দিন খায়। তাদের কোন পুঁজি নেই। প্রতিটি পরিবারে সদস্য সংখ্যাও তুলনাম‚লক বেশী। বেশীরভাগ জেলে পরিবারে অভাব লেগেই থাকে। ফলে কাজে যেতে না পারায় জেলে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
সরেজমিনে ঘুরে জানা যায়, বর্ষা মৌসুমে জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও শুষ্ক মৌসুমে চরম বিপাকে পড়ে। বছরের ছয় মাস মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চলে। বাকি ছয় মাস ধার দেনা করে চলতে হয়। এতে পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার নিতে অনেক জেলেকেই হিমশিম খেতে হচ্ছে। দেনার দায়ে অনেকে এলাকা ছাড়া। গত দুই মাস থেকে নদ-নদী, খাল ও পুকুর পানিশ‚ন্য হয়ে পড়ায় মাছ শিকার করতে পারছেন না। সংসার চালাতে জেলেরা পেশা বদলে কৃষিসহ বিকল্প কাজে জড়িয়ে পড়েছে। অনেকে রিকশা-ভ্যান চালাতো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সে কাজও বন্ধ হয়ে গেছে। করোনাভাইরাস রোধে ঘরে থাকতে হচ্ছে জেলে পরিবারগুলোকে।
উপজেলার কান্দি ইউনিয়নের মাঝিপাড়ার হরিপদ চন্দ্র বলেন, ‘বর্ষা মৌসুমে মাছ ধরি, অন্য সময় দিনমজুরি করি। এখন সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় ঘরে বসে আছি। চরম আর্থিক সংকটে পড়েছি।’
উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের সুভাষ চন্দ্র বলেন, ‘তিস্তাসহ তাম্বুলপুর ছড়ায় পর্যাপ্ত পানি নেই। অন্য কোনো কাজ পারি না। বেকার বসে আছি। ধারদেনা করে সংসার চলছে।’ 
পীরগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘নদী, খাল-বিলে এখন তেমন পানি নেই। তাই বেশকিছু দিন থেকে মাছও ধরা পড়ছে না। তাই বেশীরভাগ জেলে বেকার রয়েছে।’
রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ^াস বলেন, ‘বর্ষা মৌসুমে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারলেও শুষ্ক মৌসুমে আয়ের পথ বন্ধ হয়ে যায়।’#

পুরোনো সংবাদ

রংপুর 6000422485160367602

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item