পাগলাপীরে কালবৈশাখীর ছোবলে গাছ গাছলা লন্ড-ভন্ড


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ কালবৈশাখীর ছোবলে রংপুরের পাগলাপীরে বড় ধরনের প্রাকৃতিক দ‚র্যোগ না ঘটলেও সজনার গাছ সহ বিভিন্ন জাতের গাছ-গাছলা ও টিনের চালা ঘরবাড়ি বেড়া লন্ড-ভন্ড হয়েছে। গতকাল বুধবার বৈশাখের দ্বিতীয় দিন সকাল পৌনে ৯টায় আকস্মিক ভাবে কালবৈশাখীর ছোবলে লন্ড-ভন্ড হয়। জানাগেছে পাগলাপীর সহ অঞ্চলে আকস্মিক কালবৈশাখীর ছোবলে ৫ শতাধিক গ্রীষ্মকালীন তরকারী উঠতি ফসল, সজনার গাছ সহ বিভিন্ন জাতের ফলম‚ল, ঔষধী গাছ-গাছলার ডাল-পালা ভেঙ্গে গেছে। আম, জাম, কাঁঠাল, লিচু বিভিন্ন জাতের ফল-ম‚লের মুকুল, করি, মুচি পড়ে সাবার হয়েছে। এছাড়াও মানুষজনের ঘরবাড়ী, টিনের চালা, বেড়া, হাট বাজারের দোকানপাটের চালা, বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন ও কসমেটিক নেতাদের সাইনবোর্ড, বিলবোর্ড ভেঙ্গে চুরমার লন্ড-ভন্ড হয়েছে। ক্ষতির স্বীকার হয়েছে শত শত মানুষজন। এমনিতেই পাগলাপীর অঞ্চল সহ সারা দেশ জুড়ে চলছে করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লক ডাউনের কারনে অর্থ সংকটে খাদ্যের অভাবে মানুষজন পরিবার পরিজন নিয়ে দিনাতি পাত করছেন, তার উপর বুধবার সকালে আকস্মিক কালবৈশাখীর ছোবলের ফলে বাড়িঘর গাছ-গাছলা লন্ড-ভন্ড হয়ে যাওয়ায় মানুষজন দিশে হারা হয়ে পড়ছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 3149110551602230939

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item