পাগলাপীরে একটু বৃষ্টিপাতে কাঁদা পানি একাকার


পাগলাপীর প্রতিনিধিঃ একটু বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীর সহ সংলগ্ন আবাসিক বিভিন্ন পাড়া মহল্লায় কাঁচা রাস্তাঘাট গুলো কাঁদা পানিতে একাকারে পরিনত হওয়ায় পথচারী সহ সাধারন মানুষজনের দূর্ভোগ বেড়েই চলছে। বুধবার ১৫ এপ্রিল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পানিতে এ পরিস্থিতি বিরাজ করছে। জানাগেছে স্থায়ী ভাবে পাগলাপীরে পানি নিষ্কাষনের জন্য কোন ড্রেনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিপাতে পানিতে পাগলাপীর বন্দরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে ও জলঢাকা-ডালিয়া-বুড়িমারী সহ জনগুরুত্বপূর্ন ৫টি সড়কের দু ধারে গড়ে উঠা ব্যাংক বীমা, এনজিও প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং  কমল্পেক্স সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পানি জমে উঠে জলাশয় সৃষ্টি, কোথাও পায়ের গোড়ালী পর্যন্ত পানি জমে উঠছে, আবার কোথাও কোথাও কাঁদা পানি একাকারেপথচারী সহ সাধারন মানুষজনদের চলাচল করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগে। বিশেষ করে সড়কের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় চাকা পিষ্ট হওয়া ময়লা আবর্জনা পানি ছিটকে পড়ে মানুষজনের জামা-কাপড় নোংরা হচ্ছে। একই অবস্থা বিরাজ করছে পাগলাপীর বন্দর সংলগ্ন চেরকাপাড়া, নামাপাড়া, মন্ডলপাড়া, ধনীপাড়া, কুঠিয়ালপাড়া, চওড়াপাড়া, ক্ষত্রিপাড়া, বৈরাগীপাড়া, মাহাশ্বোপাড়া, বাংরিপাড়া, ক্বারীপাড়া, মুলাপাড়া, গান্ডারপাড়া, শাহপাড়া, বকশিপাড়া, চেয়ারম্যানপাড়া ও তেলীপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায়। তাই পাড়া মহল্লাবাসী সহ পাগলাপীরের সচেতন মহলের দাবী কাঁদা পানি দূর্ভোগের কবল থেকে রক্ষা পেতে অবিলম্বে স্থায়ী ভাবে পানি নিষ্কাষনের জন্য ড্রেন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট মহলের প্রতি হস্তক্ষেপ কামনা করছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 5295434261758025215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item