জলঢাকায় ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা ট্রাক চালকের ১০ হাজার টাকা জরিমানা


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ কাঁচামাল বহনকারী ট্রাকে করে ঢাকার যাত্রী বহন করায় এক ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৯ এপ্রিল)সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারি বাজারে এ জরিমানা করা হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, কাচামাল বহনকারী ট্রাকটি ঢাকা থেকে আসার পথে চান্দুরা নামক স্থানে বসবাসরত দুইটি পরিবারের ৬জন যাত্রী সহ আসবাবপত্র নিয়ে জলঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি আজ রবিবার সকালে টেংগনমারী বাজারে প্রবেশ করলে ত্রিপল দিয়ে মোড়ানো দেখে এলাকাবাসীর সন্দেহ হয় এবং ট্রাকটি আটক করে জলঢাকা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস, থানা পুলিশের সহযোগীতায় ট্রাকে যাত্রী থাকার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ড্রাইভার আবু তালেবকে ১০ হাজার টাকা জরিমানা করেন। যাত্রীরা সকলেই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পুর্ব শিমুলবাড়ী এলাকার। এসময় সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস যাত্রীসহ ট্রাকচালক ও হেলপারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর(তদন্ত) ফজলুর রহমান ও এস আই বদরুদ্দোজা বাদলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

পুরোনো সংবাদ

নীলফামারী 2904656728006792046

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item