সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে পত্রিকা (সংবাদপত্র) হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (রবিবার) বেলা ১১টায় শহরের শহীদ তুলশীরাম সড়কে সামাজিক দূরত্ব মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য বিতরণ কর্মসূচিতে মূখ্য ভূমিকা পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা সুমিত কুমার কুমার আগরওয়ালা নিক্কি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার হকারদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
এ সময় লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ও সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মো. দিলনেওয়াজ খান, প্রাক্তণ শিক্ষার্থী ব্যবসায়ী ও সমাজ সেবক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, ব্যবসায়ী মো. পারভেজ আলম গুড্ডু, মো. আমির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। 
এছাড়াও সাংবাদিকদের মধ্যে এম আর আলম ঝন্টু, নজির হোসেন নজু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন ও তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে  ৩৫ জন পত্রিকা হকারের মাঝে  চাল, ডাল, আলু, লবন আটা ও তেল প্রভূতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
এতে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে খাদ্য-সামগ্রী বিতরণে  সহযোগিতা করেন।                                                                

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6266294430655384262

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item