ডোমারে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে মিজানুর রহমান জুয়েল।
https://www.obolokon24.com/2020/04/Domar_5.html
দেশে করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন দিনে নিজস্ব অর্থায়নে দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ডোমার কলেজপাড়া এলাকার সমাজ সেবক মিজানুর রহমান জুয়েল। গতকাল শনিবার বিকাল থেকে শুরু করে রাতঅবদি চাউল, ডাল, আলু, সাবান ও মাস্ক নিয়ে কলেজপাড়া এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ২শত ৫০টি প্যাকেট অসহায় মানুষের মাঝে তুলে দেন তিনি। মিজানুর রহমান জুয়েল জানান, দেশের এই সংকটময় সময়ে মানুষের কাজকর্ম ব্যবসা বন্ধ হয়ে নিরুপায় হয়ে ঘড়ে বসে আছে। এমন দিনে আমার সামান্য খাদ্য সামগ্রী কিছুটা হলেও অসহায় মানুষের কাজে লাগবে। এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
#