পার্বতীপুরের হলদীবাড়ী রেলওয়ে কলোনী'তে ছিটানো হলো জীবানু নাশক প্রতিশেধক


এম এ আলম বাবলুঃ
করোনা ভাইরাস প্রতিরোধে পার্বতীপুরের হলদীবাড়ী রেলওয়ে কলোনী'তে ছিটানো হলো জীবানু নাশক প্রতিশেধক। মঙ্গলবার দিন বিকেলে হলদীবাড়ী রেলওয়ে কলোনী'র স্বনামধন্য সমবায়ী সংগঠন "হলদীবাড়ী রেলওয়ে কলোনী বহুমুখী সমবায় সমিতি লিঃ" এর  উদ্যোগে ঘন বশতী পূর্ন এলাকা "হলদীবাড়ী রেলওয়ে কলোনী"তে জীবানু নাশক প্রতিশেধক ছিটানো হয়। সমিতি'র নির্বাচিত সভাপতি মোঃ নাজমুল হুদা খাঁন ফিরোজ, সহ সভাপতি মোঃ আমিনুল হক,সম্পাদক হাফিজুর রহমান রানা সহ সমিতির পরিচালকবৃন্দের নেতৃত্বে হাত দিয়ে ছিটানো ও মেশিন দিয়ে স্প্রে করা হয় জীবানু নাশক প্রতিশেধক। মূলত এলাকা জীবানু মুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়। এ কাজে সমিতির সদস্যরা ছাড়াও স্হানীয় উৎসাহী মানুষ বিশেষ করে যুবকেরা অংশ নেয়। উপযুক্ত সময়ে উপযুক্ত এই পদক্ষেপ কে স্বাগত জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2197684104139972276

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item