দেবীগঞ্জে কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
https://www.obolokon24.com/2020/04/debigang.html
সিনিয়র রিপোর্টার- পঞ্চগড়ের দেবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন রোধে রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন এমপির সহযোগিতায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকেলে দেবীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে দেবীগঞ্জ বাজারে প্রায় ৫শতাধিক কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ৫ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১টি করে সাবান, আধা কেজি করে ডাল ও খাবার তেল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, দেবীগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুল আলম এমু সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপরে উপজেলা ছাত্রলীগের ব্যানারে করোনা প্রতিরোধের জন্য হান্ডসেনিটাইজার ও মাস্ক বিতরণ করে।