রংপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
https://www.obolokon24.com/2020/04/Corona_34.html
রংপুরের পীরগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের (২৯) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।ওই যুবক নারায়ণগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ১৩ দিন আগে সেখান থেকে নিজ বাড়িতে ফেরেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য হাসান আলী জানান, নারায়ণগঞ্জ থেকে আসার কয়েকদিন আগে থেকে ওই যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএমএ মমিন জানান, ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যাবে।