হরিপুরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও (প্রতিনিধি)ঃ
 আজ ঐতিহাসিক ৭মার্চ। বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের এক অনন্য দিন ৭মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে বলেছিলেন, ‘বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষের মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।
৭মার্চ এই ঐতিহাসিক দিনটি নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শনিবার সকাল ১১টার সময় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে মিলিত হয়। এরপর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযুদ্ধা নগেন কুমার পাল, উপজেলা ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজামান, এসআই আনিস, সহকারি শিক্ষা অফিসার মনুজুরুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মংলা প্রমুখ।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 33243290966641917

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item