ডিমলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে উপজেলা আওয়ামী লীগ পরিবার। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (৭-মার্চ) সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল বারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, খগাখড়িবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8354506500901512687

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item