পাগলাপীরে “মুজিব বর্ষে” ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন

পাগলাপীর প্রতিনিধিঃ  জমকালো অনুষ্ঠান আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মজিব বর্ষ ২০২০” উপলক্ষ্যে রংপুরের পাগলাপীরে রংপুর রোডস্থ ব্যবসায়ী ও যুব সমাজে উদ্যোগে ক্রিড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  বনভোজন। গত শুক্রবার ৬ মার্চ পাগলাপীর বন্দরের রংপুর রোডস্থ পেট্রোল পাম্প মোড়ে হাজী আব্দুস সামাদ মার্কেটে রাত ৯টা হতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির মুল আকর্ষণ ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বালিশ পাচার, হাড়ি ভাঙ্গা, চেয়ার খেলা, মুরুগ যুদ্ধা, যেমন খুশী তেমন সাজো এবং মিউজিক-বাদ্যযন্ত্র ছাড়াই ভাওয়াইয়া, পল্লী গিতী, লালনগীতি, জারীগান, আধুনিক গান সহ বারো মিশালী গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী ছিলেন অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা কোম্পানীর প্রোপাইটর মোঃ মফিজল ইসলাম ও সাংবাদিক এখলাছ উদ্দিন সহ স্থানীয় বিশিষ্টজনরা। পরে অতিথী সহ আয়োজকরা বিজয়ীদের মাঝে নানা উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানটি চিরস্মরণীয় করে তুলতে পাগলাপীর বন্দরের রংপুর রোডের জিরো পয়েন্ট হতে ব্র্যাক অফিস পর্যন্ত হাফ কিলোমিটার সড়কটির দু-ধারে ব্যাংক-বীমা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে আলোকসজ্জ্বা করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 6856725588698285482

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item