চিলাহাটিতে চোরাচালান ও মাদক প্রতিরোধে যৌথ অভিযান
https://www.obolokon24.com/2020/03/domar_12.html
নিজস্ব প্রতিনিধি ঃ ডোমারের সীমান্তবর্তী চিলাহাটিতে চোরাচালান ও মাদক প্রতিরোধে র্যাব,বিজিবি,পুলিশ যৌথ অভিযানে পরিচালিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে চারটায় চিলাহাটি সদর বিজিবির হেড কোয়াটার থেকে অভিযানটি বের হয়ে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প, ভোগডাবুরী বিজিবি ক্যাম্প, নামাজীপাড়া বিজিবি ক্যাম্প ও কেতকীবাড়ী বিজিবি ক্যাম্পের বিভিন্ন সীমান্ত পয়েন্টে রাত আটটা পর্যন্ত অভিযান চালান। অভিযানে নের্তৃত্বদেন র্যাব-১৩ নীলফামারী কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ, চিলাহাটি বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আতিয়ার রহমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ নুরুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স। অভিযানে হেলমেট না থাকার কারনে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারনে ২ মোটরসাইকেল চালকের নামে মামলা করা হয়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ নুরুল ইসলাম জানান চোরাচালান ও মাদক প্রতিরোধে যৌথ অভিযান অব্যহত থাকবে।