জলঢাকায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/03/jaldhaka_12.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০১৯ সালের পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ। এসময়
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাহাদুর করোনা ভাইরাস থেকে শিশুদের নিরাপদ রাখতে শিক্ষক ও অভিভাবকদের পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম জোরদার করার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ইনচার্জ জিয়াউর রহমান জিয়া। এসময় অত্র স্কুল থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। পরে স্কুল মাঠে শিক্ষার্থী অভিভাবকদের অংশগ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাহাদুর করোনা ভাইরাস থেকে শিশুদের নিরাপদ রাখতে শিক্ষক ও অভিভাবকদের পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম জোরদার করার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ইনচার্জ জিয়াউর রহমান জিয়া। এসময় অত্র স্কুল থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। পরে স্কুল মাঠে শিক্ষার্থী অভিভাবকদের অংশগ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।