ডিমলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরীয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বড়বাড়ী এলাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরীয়া কিবু আর নেই। শনিবার (২১-মার্চ) সকালে তার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)। আজ বিকেলে খগা-বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিদষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, আব্দুল মজিদ, মোফাজ্জল হোসেন, আবদার রহমান, আব্দুল হালিম, সাইফুর রহমান, আবুল কাশেম প্রমুখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পাভেজ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা গেলাম কিবরীয়ার মরদেহ তার গ্রামের বাড়ীর পারিবারিক গোরস্থানে নিয়ে দাফন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6549151366760215903

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item