নীলফামারী হাসপাতালের অফিস সহায়ককে মারধোর করায় ঔষধ ব্যবসায়ী আটক
https://www.obolokon24.com/2020/03/nilphamari_67.html
নীলফামারী প্রতিনিধি ২১ মার্চ॥ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের অফিস সহায়ককে মারধোর করার অভিযোগে জোনায়েদ হোসেন জুনু(৫০) নামে এক ঔষধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার(২০ মার্চ/২০২০) মধ্যরাতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে শহরের ধনীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
হাসপাতালের সহকারী পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী বলেন, রাত একটার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে প্রবেশ করতে চান জোনায়েদ হোসেন। এ সময় বাঁধা দেন দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ছায়া রানী। এ সময় অফিস সহায়ক আরজিনা খাতুনকে মারধোর করে ওই ব্যক্তি। তাৎক্ষনিক ভাবে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, আজ শনিবার(২১ মার্চ/২০২০) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। #
হাসপাতালের সহকারী পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী বলেন, রাত একটার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে প্রবেশ করতে চান জোনায়েদ হোসেন। এ সময় বাঁধা দেন দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ছায়া রানী। এ সময় অফিস সহায়ক আরজিনা খাতুনকে মারধোর করে ওই ব্যক্তি। তাৎক্ষনিক ভাবে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, আজ শনিবার(২১ মার্চ/২০২০) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। #